বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল হক চিশতী বলেছেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচার একদিন এদেশে হবেই। হত্যাকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গীঁবাদ আজ দেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাড়িয়েছে। তার প্রকৃত কারণ দেশের মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা, দুর্বল ঈমাণের অভাব ও চারিত্রিক অধঃপতন। শহীদ আল্লামা ফারুকী (রহঃ) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও দেশব্যাপী জঙ্গী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা টেকনাফ থেকে তেতুলিয়া রোডমার্চ এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৪ টায় পটিয়া বাস ষ্টেশনে এক বিশাল পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পটিয়া উপজেলা (পূর্ব) সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মুহাম্মদ সাইফুদ্দীন ও গোলাম সরওয়ারে সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীরজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, আমির ভান্ডার দরবার শরীফের পীর শামুনুর রশিদ শাহ আমিরী, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, সেক্রেটারী ছাদেকুর রহমান খান, কামাল হোসাইন ছিদ্দিকী, ইসলামী ফ্রন্ট পৌর সভাপতি মাওলানা আবদুল মাবুদ আলকাদেরী, আলহাজ্ব আলী হোসেন, কাজী বদিউর রহমান, মুহাম্মদ আলী খান, কাজী আবু বকর, মুহাম্মদ আকতার হোসেন, মাষ্টার কমরুদ্দীন, জালাল উদ্দীন মাষ্টার, মুহাম্মদ ইফতেখার উদ্দীন রাশেদ, মুহাম্মদ নিজামুল করিম সুজন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রসেনার সভাপতি এস.এম রফিকুল আলম ওসমানী। পথসভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আল্লামা ফারুকীর হত্যাকারীদের বিচার হবেই : ছাত্র সেনা সভাপতি
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২৬, ২০১৬, ২:১৬ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
838 বার
